ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

আনিসুল হকের কুলখানি বুধবার

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ২ ডিসেম্বর ২০১৭ শনিবার

সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের কুলখানি আগামী বুধবার (ডিসেম্বর) বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে মেয়র আনিসুল হকের জানাজা নামাজের আগে কথা জানান তার ছেলে নাভিদুল হক।

নাভিদুল হক বলেন, আমার বাবা ছিলেন একজন সৌখিন মানুষ। তিনি সর্বদা হাসি-খুশি মানুষ ছিলেন। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, কাজের খাতিরে কেউ যদি আমার বাবার ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন।

গত ২৯ জুলাই নাতির জন্ম উপলক্ষে ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান আনিসুল হক। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে লন্ডনের ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ শনাক্ত করেন চিকিৎসকরা। প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার মারা যান তিনি।

আনিসুল হক এফবিসিসিআই, বিজিএমইএ, সার্ক চেম্বারের সাবেক সভাপতি ছিলেন। ২০১৫ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি।

 

আর