শিশুসুলভ সরলতা ছিল আনিসুল হকের মাঝে
আলী আদনান নোয়াখালীর কবিরহাট থেকে
প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ২ ডিসেম্বর ২০১৭ শনিবার
(ফাইল ফটো)
মেয়র আনিসুল হকের মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই কেঁদেই চলেছেন সালমা সুলতানা। তিনি আনিসুল হকের চাচী। থাকেন প্রয়াত মেয়রের গ্রামের বাড়িতে। তিনি বলেন, মায়ের মতো শ্রদ্ধা করতেন তার তাকে। তিনি কবিরহাট পৌরসভার কাউন্সিলর। কাঁদতে কাঁদতেই বললেন, কবিরহাট বাসী একটি রত্ন হারাল।
সর্বশেষ ২০১৬ সালের অক্টোবর মাসে গ্রামের বাড়িতে এসেছিলেন। সবাইকে ডেকে নিয়ে একসঙ্গে খেয়েছেন। হৈ হুল্লোড় করেছেন। ছবি তুলেছেন। ছোট-বড় সবার সঙ্গে নিজ থেকে কথা কথা বলতেন তিনি।
সালমা সুলতানা বীথি বলেন, তার মধ্যে একধরণের শিশু সুলভ সরলতা ছিল। তিনি বড় পেশাজীবী, শিল্পপতি বা পরবর্তীতে মেয়র হলেও- বাড়িতে আসলে এসব তার মনেই থাকত না। আমাদের ও মনে আসত না।
তিনি আরও বলেন, কবিরহাট ও আশেপাশের এলাকায় এমন কোনো অভাবী পরিবার নেই, যেখানে আনিসুল হক- এর কম্বল সোয়েটার নেই। তিনি নিঃস্বার্থভাবে দিয়েছেন।
এসএইচ/