প্রথম হারের স্বাদ পেলো পিএসজি
প্রকাশিত : ১০:১৭ এএম, ৩ ডিসেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ১১:৪৯ এএম, ৩ ডিসেম্বর ২০১৭ রবিবার
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা পিএসজি অবশেষে পরাজয়ের স্বাদ পেয়েছে। খর্বশক্তির দল স্ট্রাসবুর্গের কাছে ২-১ গোলে হেরে গেছে নেইমাররা।
স্ট্রাসবুর্গের মাঠে ম্যাচের ১৩ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন নুনো দা কস্তা। পিএসজি সমতা আনে ম্যাচের ৪২ মিনিটে। পিএসজির হয়ে গোল করেন এমবাপে।
বিরতির পর আবারো এগিয়ে যায় স্ট্রাগবুর্গ। ম্যাচের ৬৫ মিনিটে পাল্টা আক্রমণে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন স্ট্রাইকার স্টেফান বাওকেন। ম্যাচের বাকি সময় আর গোল না হলে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
তবে পরাজয়ের পরও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে পিএসজি। ১৬ ম্যাচে দলটির পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলা অলিম্পিক মার্শেই ১০ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
সূত্র : গোলডটকম
/এমআর