ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

ঢাকায় নাগরিক সমাজের এসডিজি সম্মেলন শুরু ৬ ডিসেম্বর

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ৩ ডিসেম্বর ২০১৭ রবিবার

এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়া ও শোভন উন্নয়ন ধারায় সমাজের সব স্তরের মানুষকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে শুরু হচ্ছে ‘নাগরিক সম্মেলন ২০১৭: বাংলাদেশে এসডিজি বাস্তবায়’। আগামী ৬ ডিসেম্বর থেকে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে এ সম্মেলন হবে।

রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড দেবপ্রিয় ভট্টাচার্য, সমন্বয়ক আনিসাতুল ফাতেমা ইউসুফ, কোর গ্রুপের সদস্য শাহীন আনাম ও রাশেদা কে চৌধুরী, সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি ড বদিউল আলম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০’এর ঘোষণাপত্রে উচ্চারিত অঙ্গীকার ‘কাউকে পেছনে রাখা যাবে না’এ স্পৃহায় অনুপ্রাণিত হয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করেছে। দিনব্যাপী এই সম্মেলনে প্ল্যাটফর্মের সহযোগী প্রতিষ্ঠান ছাড়াও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, দেশের অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বেসরকারি সংস্থা এবং তরুণ সমাজের প্রতিনিধিরা অংশ নিবেন।

ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই সম্মেলনের মূল উদ্দেশ্যগুলো হচ্ছে- প্রথমত, এসডিজি বাস্তবায়নে প্রান্তিক, সুবিধাবঞ্চিত এবং বৈষম্যের শিকার মানুষদের কণ্ঠস্বরকে আরও জোরদার করা; দ্বিতীয়ত- বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ও ব্যক্তিখাত যে অবদান রেখে যাচ্ছে সেটি আরও স্পষ্ট করা ও একই সাথে এ ব্যাপারে সম্যক ধারণা সৃষ্টি করা; এবং তৃতীয়ত- এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ায় সরকারের সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা তথা ব্যক্তিখাতের একটি সহযোগিতাপূর্ণ ও অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরও জোরদার করা।

তিনি বলেন, এ সম্মেলন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়ে জাতীয়ভাবে জনমানুষের মধ্যে সচেতনতা জাগ্রত করতে ভূমিকা রাখবে; উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থা ও ব্যক্তিখাতের মধ্যকার সমন্বয় ও দক্ষতা আরও বৃদ্ধি করতে সাহায্য করবে; পাশাপাশি সরকারের সাথেও সহযোগিতার ক্ষেত্রগুলো আরও প্রশস্ত করতে কার্যকর ভূমিকা রাখবে।

সম্মেলনে এসডিজি’র বিভিন্ন অভীষ্ট ও লক্ষ্যমাত্রা নিয়ে সমান্তরাল অধিবেশন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হবে।পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে তৈরি করা প্রেরণাচিত্রের প্রথম প্রদর্শনী হবে। সেই সাথে, এসডিজি বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের কার্যক্রম ও ভূমিকা নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।পরিশেষে সম্মেলনের পক্ষ কিছু পরামর্শ ও দাবী সম্বলিত ‘নাগরিক ঘোষণা ২০১৭’গ্রহণ করা হবে।

আরকে// এআর