ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

নিবন্ধিত হলো ৭ লাখ ৩৮ হাজার রোহিঙ্গা

প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ৩ ডিসেম্বর ২০১৭ রবিবার

সেনা নির্যাতনের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে নিবন্ধন চলছে। আজ রবিবার পর্যন্ত ৭ লাখ ৩৮ হাজার রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু নিবন্ধিত হয়েছে।

নিবন্ধন কার্যক্রমে দায়িত্বরত বাংলাদেশ পার্সপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের উপ-পরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেন এ তথ্য জানান।

গত ১১ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। উখিয়া-টেকনাফে ৭টি বুথে সেনাবাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের নিবন্ধনের পাশাপাশি কার্ড বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

এ মাসেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে পরবর্তীতে নতুন কোনো রোহিঙ্গা এলে তাদেরকেও নিবন্ধনের আওতায় আনা হবে।

 

/ডিডি/টিকে