খুলনাকে হারিয়ে শেষ চারে রংপুর
প্রকাশিত : ১০:৩৪ পিএম, ৩ ডিসেম্বর ২০১৭ রবিবার
রংপুরের করা ১৪৮ রানের টার্গেট বেশ বড় না হলেও খুলনা টাইটান্স সে লক্ষ্যে পৌঁছাতে পারেনি। খুলনা ১২৮ রানের মাথায় থেমে গেলে রংপুর ১৯ রানে ম্যাচটি জিতে অনায়াসে জয় পায় রংপুর। আর এ জয়ে সুবাধে শেষ চারে অবস্থান করে নেয় দলটি।
খুলনার দুই ওপেনার নাজমুল হাসান শান্ত ও মাইকেল ক্লিঙ্গার মিলে গড়ে তোলেন ৬০ রানের জুটি। তাদের এই জুটি দেখে মনে হচ্ছিলো খুলনা বড় ব্যবধানেই জিততে যাচ্ছে। কিন্তু এই ওপেনিং জুটি ভেঙ্গে যাবার পরই খেলার রঙ বদলে যায়।
নাজমুল ইসলাম অপুর ঘূর্ণিতে বোকা হয়ে ১৮ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান শান্ত। যে ইনিংসে ছিল একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির মার। খুলনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ করেন আরেক ওপেনার মাইকেল ক্লিঙ্গার। ৪৫ বলে করেন ৪৪ রান। এর মেধ্য ছিল ৪টি বাউন্ডারি ও একটি ছয়ের মার। এ দুই ব্যাটসম্যান ছাড়া খুলনার বাকি ব্যাটসম্যানরা তেমন কিছু করতে পারেননি।
অন্য দিকে রংপুরের বোলারদের মধ্যে ভালো করেন রবি বোপারা। তিনি ২ ওভার বল করে ৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। এছাড়া সোহাগ গাজী, উদানা, নাহিদুল ইসলাম ও নাজমুল ইসলাম অপু একটি করে উইকেট নেন।
তবে দলকে জয়ের প্রান্তে নিয়ে যান রংপুরের শ্রীলংকান ক্রিকেটার রিক্রুট ইসুরু উদানা। শেষ ওভারে খুলনার প্রয়োজন ছিল ২৪ রান। সেই ওভারে উদানা ৬টি বলে মাত্র ৪ রান দেন।
ফলে ২০ ওভার শেষে খুলনা ৮ উইকেটে করে ১২৮ রান। রংপুরকে এই সহজভাবে হারানোর মাধ্যমে শেষ চারে উঠে গেলো মাশরাফির রংপুর রাইডার্স।
এসি/টিকে