ব্যাংকিং সেবায় যুক্ত হলো মোবাইল অ্যাপস
প্রকাশিত : ১১:০২ পিএম, ৩ ডিসেম্বর ২০১৭ রবিবার
ব্যাংকিং সেবায় এবার যুক্ত হয়েছে মোবাইল অ্যাপস। প্রাইজবন্ডের ফলাফলসহ ব্যাংকিং সেবার নানা তথ্য এর মাধ্যমে খুব সহজেই পাওয়া যাবে। আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির অ্যাপসটি উদ্বোধন করেন। বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ও ইনোভেশন টিম “ব্যাংকিং তথ্যকনিকা” নামের এই মোবাইল অ্যাপসটি তৈরি করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুল হক মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, নির্বাহী পরিচালকরা সহ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সিস্টেমস ম্যানেজার দেব দুলাল রায় অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে জানানো হয়েছে, এই মোবাইল অ্যাপস ব্যবহারের মাধ্যমে জনগণ সহজেই যে কোনো ব্যাংকের এটিএম বুথ, শাখার অবস্থান ও প্রদেয় সার্ভিস সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য পাবেন। এছাড়া প্রাইজবন্ডের ফলাফল, আসল ব্যাংক নোট চেনার উপায়, সঞ্চয়পত্রের ফরম, ইনভেস্টমেন্ট বন্ড, বৈদেশিক মুদ্রা বিনিময়/লেনদেন, পেমেন্ট সিস্টেম সহ বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদেয় সব ধরনের ব্যাংকিং সার্ভিস সম্পর্কিত তথ্য এখানে পাওয়া যাবে। এর পাশাপাশি এজেন্ট ব্যাংকিং সংক্রান্ত তথ্যও এ অ্যাপসে পাওয়া যাবে।
/ডিডি/টিকে