ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বিএনপির অবস্থা হবে মুসলিম লীগের মতো: কাদের

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৪ ডিসেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৫:৪১ পিএম, ৪ ডিসেম্বর ২০১৭ সোমবার

আগামী নির্বাচনে না এলে বিএনপির অবস্থা মুসলিম লীগের মতো হবে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে দলটির অবস্থা মুসলিম লীগের মতো হবে। শুধু তাই নয়, এ বিষয়ে বিএনপিও অবগত আছেন বলে তিনি মন্তব্য করেন।

রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী গ্রহণশেষে সেতুমন্ত্রী আজ সোমবার সকালে কক্সবাজারের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। এর আগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ ও নগদ টাকা গ্রহণ করেন তিনি।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচনে জেতার মতো বিএনপির আসলে কোন পুঁজি নেই। বিএনপির একটাই পুঁজি—কথামালার চাতুরী, স্ট্যান্ডবাজি । এগুলো ছাড়া তাদের আর কোনো পুঁজি নেই। তাই বিএনপি মিথ্যাচার অব্যাহত রেখে ক্রমাগত ভাঙা রেকর্ড বাজাচ্ছে।

 

এসময় সেতুমন্ত্রী বলেন, বিএনপি নিজেরাও জানে, তারা আগামী নির্বাচনে না এলে মুসলিম লীগের মতো করুণ পরিণতি অপেক্ষা করছেতাদের জন্য । এসময় আগামী নির্বাচন নিয়েও কথা বলেন মন্ত্রী।

এদিকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে বর্তমানে কক্সবাজারে খুবই অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব না হলে রোহিঙ্গাদের কিছু অংশকে ভাসানচরে স্থানান্তরের ব্যবস্থা করবে সরকার। যেসব দেশ রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল, তারাও রোহিঙ্গাদের আশ্রয় দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

এমজে/ এআর