বড় লিডের পথে অস্ট্রেলিয়া
প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ৪ ডিসেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৮:০৬ পিএম, ৪ ডিসেম্বর ২০১৭ সোমবার
অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে বড় লিডের দিকে যাচ্ছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে ৪ উইকেট হারালেও ইতোমধ্যে ২৬৮ রানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৪২ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। আর ইংল্যান্ড অলআউট হয় ২২৭ রানে। নাথান লায়ন ৪টি ও মিচেল স্টার্ক ৩টি উইকেট লাভ করেন। ইংল্যান্ডের পক্ষে অপরাজিত ৪১ রান করেন ওভারটন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চাপে পড়ে অস্ট্রেলিয়াও। ৪ উইকেটে ৫৩ রান নিয়ে দিন শেষ করেছে। পিটার হ্যান্ডসকম্ব ও নাথান লায়ন ৩ রানে অপরাজিত আছেন। ক্রিস ওয়াকস ও জেমস অ্যান্ডারসন ২টি করে উইকেট নিয়েছেন।
সূত্র : ক্রিকইনফো
/এমআর