ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নতুন জোট ‘যুক্তফ্রন্ট’, আহ্বায়ক বদরুদ্দোজা

প্রকাশিত : ১১:১২ পিএম, ৪ ডিসেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৯:৫০ এএম, ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

চারটি রাজনৈতিক দল মিলে নতুন রাজনৈতিক জোট ‘যুক্তফ্রন্ট’ গঠন করেছে। জোটের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি কিউ এম বদরুদ্দোজা চৌধুরী

সোমবার সন্ধ্যায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রবের উত্তরায় বাসায় নতুন একটি রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে বৈঠকে বসেন বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (রব), কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্যের নেতারা।

বৈঠকে উপস্থিত ছিলেন বিকল্পধারা সভাপতি এ কিউ এম বদরুদোজ্জা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আপাতত এ জোটের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এ জোটের কার্যপদ্ধতি পরে ঠিক করা হবে।

জোট গঠনের লক্ষ্যে এ দলগুলো এর আগেও উত্তরা, বারিধারায় এ ধরনের বৈঠক করেছেন নেতারা। বৈঠকে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, জেএসবির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনসহ দলগুলোর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 আর / এআর