ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বিভাগীয় শহরে একটি করে শিশু হাসপাতাল স্থাপন করার পরিকল্পনা রয়েছে- স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১:০৪ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:০৪ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার

প্রতিটি বিভাগীয় শহরে একটি করে শিশু হাসপাতাল স্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে মন্ত্রী এ পরিকল্পনার কথা বলেন। নাসিম আরো জানান, বিভাগীয় শহরে শিশু হাসপাতাল গড়ার পরিকল্পনা হিসেবে ঢাকা, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগে বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের কাজ চলছে। ৫০ শয্যায় উন্নীত সকল উপজেলা হাসপাতালে শিশু ও চক্ষু চিকিৎসার বিশেষজ্ঞের পদ তৈরীসহ পদায়ন করা হচ্ছে। তাদের মাধ্যমে শিশু ও চক্ষু রোগীদের বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। দরিদ্র নারীরা ব্রেস্ট ও জরায়ুর ক্যান্সারের পরিক্ষা-চিকিৎসা বিনামুল্যে দেয়া হচ্ছে।