ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১০ ১৪৩১

প্রস্তুত সাকিবদের কোচের সংক্ষিপ্ত তালিকা

প্রকাশিত : ০৭:০০ পিএম, ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

জাতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগে সম্ভব্যদের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন রিচার্ড পাইবাস, ফিল সিমন্স ও জিওফ মার্শ। তবে পাইবাস ছাড়া অন্য দুজনের নাম সরাসরি প্রকাশ করেনি বিসিবি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, রিচার্ড পাইবাস আগামীকাল বুধবার সাক্ষাৎকার দিতে ঢাকা আসছেন।

জালাল ইউনুস বলেন, এখন হাইপ্রোফাইল কোচ পাওয়া খুব কঠিন। তবে রিচার্ড পাইবাস হাই প্রোফাইল কোচদের মধ্যে একজন। আরো দুইজন যারা আছেন তাদের প্রোফাইলও খুবই ভালো। আর আমরা তাদেরই চাচ্ছি যারা বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে একটা চ্যালেঞ্জ নেবে।

তিনি বলেন, আমরা চাচ্ছি যারা আমাদের শর্টলিস্টে আছে, তারা এসে সাক্ষাৎকার দিয়ে যাক। বোর্ডের সঙ্গে তারা আলাপ-আলোচনা করুক। তারপর আমরা সিদ্ধান্ত নিব কাকে কোচ করা যায়। এজন্য মঙ্গলবার সন্ধ্যায় পাইবাস আসছেন।

ইংলিশ কোচ রিচার্ড পাইবাস এর আগে পাকিস্তান ও বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের জাতীয় ক্রিকেট দলে খেলেছেন ফিল সিমন্স।

আর অস্ট্রেলিয়ান খেলোয়ার জিওফ মার্শ দেশের হয়ে ৫০টি টেস্ট ও ১১৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। কোচ হিসেবেও তার সুনাম রয়েছে।