২০১৮ অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া
প্রকাশিত : ১০:০৪ এএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১০:৪৩ এএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার
দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিক শুরুর বাকি মাত্র দুমাস। এমন সময়ই ২০১৮ অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধ করলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি।
২০১৪ সালে রাশিয়া অলিম্পিকে সরকারি মদদে খেলোয়াড়দেরকে ডোপিং বা বলবর্ধক ওষুধ প্রয়োগের অভিযোগকে কেন্দ্র করে ১৭ মাস ধরে চলা তদন্তের প্রতিবদেনের প্রেক্ষিতেই আইওসির প্রেসিডেন্ট টমাস বাখ এবং তার বোর্ড গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত ঘোষণা করে।
তবে যেসমস্ত রুশ খেলোয়াড় নিজেদের ডোপিং মুক্ত প্রমাণ করতে পারবেন কেবল তাদেরকে অলিম্পিকসে অংশ নেয়ার সুযোগ দেওয়া হবে।
অলিম্পিকে নিষিদ্ধ করায় রাশিয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক রাজনীতিবিদ, অলিম্পিক বয়কট করার কথাও বলেছেন। এই নিষেধাজ্ঞা মানহানিকর এবং অপমানজনক বলে মনে করছে দেশটি।
রাশিয়ার অলিম্পিক কমিটি এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করবে বলে জানিয়েছে।
সূত্র: বিবিসি
একে/এমআর