ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

‘আইফোন-১০’ বাংলাদেশের বাজারে

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৯:০৫ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো প্লাগশিপ আইফোন-১০। আজ রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ ফোনের উদ্বোধন করেন অ্যাপেল ব্রান্ড আইফোনের বাংলাদেশের একমাত্র অনুমোদিত ডিস্টিবিউটার কম্পিউস্টার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান রাকিবুল কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে সিপিএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, ইউনিয়ন গ্রুপের চেয়ারম্যান রানা সফিউল্লা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক শাওন রানা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকাসহ সারাদেশে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন-১০ কেনার সুযোগ পাচ্ছেন একজন ক্রেতা। দুইটি কালারের এ নতুন আইফোনে থাকছে রেটিনা এইচডি ডিসপ্লে, এ-১১ বায়োনিক চিপ, ডুয়েল ক্যামেরা।

আইফোন-১০ প্রসঙ্গে সিপিএল’র চেয়ারম্যান রাকিবুল কবির জানান, বাজারে ইতিমধ্যে দেখতে হুবহু নকল আইফোন পাওয়া যাচ্ছে। নকল আইফোন কিনে প্রতারিত না হয়ে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন কেনা সবার বুদ্ধিমানের কাজ হবে। একজন ক্রেতা খুব সহজেই www.compustarltd.com এই ওয়েবসাইটে প্রবেশ করে তার  সেটটির আইএমইআই নম্বর দিয়ে চেক করে নিতে পারছেন আইফোন আসল না নকল।

আইফোন-১০ এর দাম নির্ধারন করা হয়েছে ৬৪ জিবি ১ লাখ ৩০ হাজার ৯৯০ টাকা এবং ২৫৬ জিবি ১ লাখ ৫০ হাজার ৫০০ টাকা।

আরকে// এআর