লো-স্কোরিং ম্যাচে ঢাকার কাছে রংপুরের হার
প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৯:০৮ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লো-স্কোরিং ম্যাচে রংপুর রাইডার্সকে ৪৩ রানে হারিয়েছে ঢাকা ডাইনামাইটস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার করা ১৩৭ রানের জবাবে ২০ ওভার ব্যাট করে ৭ উইকেটে মাত্র ৯৪ রান করতে সমর্থ হয় রংপুর।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে চাপে পরে ঢাকা। ৪৮ রানেই ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা ঢাকাকে পথ দেখান অধিনায়ক সাকিব আল হাসান। তার ৩৩ বলে অপরাজিত ৪৭ রানের কল্যানে ২০ ওভারে ১৩৭ রান সংগ্রহ করে ঢাকা। সাকিবকে সঙ্গ দেন মেহেদি মারুফ। তার ব্যাট থেকে আসে ৩৩ রান। রংপুরের রুবেল ও ইবাদত হোসেন ২টি করে উইকেট নেন।
১৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ঢাকা ডাইনামাইটসের বোলিং তোপে ২০ ওভারে মাত্র ৯৪ রান করে মাশরাফিহীন রংপুর। সাকিব ও আবু হায়দার রনি ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন সাকিব আল হাসান।
সূত্র : ক্রিকইনফো
/এমআর