ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

৩৮তম বিসিএস

প্রিলির জন্য ৮ গুরুত্বপূর্ণ পরামর্শ

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০১:২১ পিএম, ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

৩৬তম বিসিএস তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কাজী শাম্মী

৩৬তম বিসিএস তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কাজী শাম্মী

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছে। আপনি যদি সফল হতে চান, আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে। এজন্য সামনের দিনগুলো যথাযথভাবে কাজে লাগাতে হবে। সহজে প্রস্তুতি নেওয়ার সুবিধার্থে আপনাদের জন্য আটটি পরামর্শ দিয়েছেন ৩৬তম বিসিএস তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কাজী শাম্মী। তার দেওয়া টিপস নিয়ে লিখেছেন ইটিভি অনলাইনের রিপোর্টার মো. মাহমুদুল হাসান

১) পরীক্ষার জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করুন। কোনভাবেই অস্থির হওয়া যাবে না।

২) আপনি যেভাবে এতদিন পড়েছেন সে পদ্ধতি অনুযায়ী পড়া চালিয়ে যান। নতুন করে কোনো পদ্ধতি অনুসরণ করা উচিত নয়।

৩) শেষ সময়ে এসে বাসায় মডেল টেস্ট দিতে পারেন। এতে পরীক্ষার পদ্ধতি এবং সময় সম্পর্কে সচেতন হতে পারবেন।

৪) পূর্বে যা পড়েছেন তা ভালোভাবে রিভাইস দিন। এ সময় এসে নতুন করে কোনো বিষয় না পড়াই উত্তম।

৫) যে বিষয়গুলো কঠিন মনে হবে তা লিখে লিখে পড়ুন। এতে  কঠিন বিষয়গুলো আপনার জন্য সহজ হবে।

৬) পড়ার সময় শুধু প্রশ্ন এবং উত্তরটি পড়ুন এতে পরীক্ষার হলে একাধিক উত্তর থেকে সঠিক উত্তরটি বাছাই করা আপনার জন্য সহজ হবে।

৭) Do positive, speak positive and think positive then you will get a positive result.

 

৮) পড়ার প্রতি মনোযোগ দেওয়ার পাশাপাশি নিজের স্বাস্থের প্রতিও যত্ন নিন।

 

এম/এসএইচ