সাবেক রেফারি আলাউদ্দিনের ইন্তেকাল
প্রকাশিত : ০৮:২৪ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০১:১৮ পিএম, ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
সাবেক ফুটবল রেফারি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি কমিটির সাবেক সদস্য মো. আলাউদ্দিন আহমেদ আর নেই। মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামস্থ গয়ালপাড়া বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন ১ ছেলে ও ১ মেয়ে। বুধবার বাদ জোহর নামাজে জানাজা শেষে চটোন্নাগলি কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, বাফুফের রেফারি কমিটি শোক প্রকাশ করেছে।
আর