ইউনেস্কোর সেরা হেরিটেজ সাইটে দ্বিতীয় তাজমহল
প্রকাশিত : ০৮:৪২ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার
ইউনেস্কোর সেরা আন্তর্জাতিক হেরিটেজ সাইটের দ্বিতীয় স্থানে উঠে এল ভারতের আগ্রার জনপ্রিয় পর্যটনকেন্দ্র তাজমহল। কম্বোডিয়ার আঙ্করভাটের পরই এখন তাজমহলের অবস্থান।
পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আগ্রার তাজমহল। স্ত্রী মুমতাজের মৃত্যুর পর আগ্রায় যমুনার তীরে এই স্মৃতিসৌধটি তৈরি করেছিলেন মোঘল সম্রাট শাহজাহান।
কালে কালে স্মৃতিসৌধটি প্রেমের চিরন্তন প্রতীক হিসেবে পরিচিত পেয়েছে। এর আগে তাজমহলকে বিশ্বের সপ্তম আশ্চর্যের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এবার ইউনেস্কোর অনলাইন ট্রাভেল পোর্টাল ট্রিপঅ্যাডভাইজারের সমীক্ষায় পেল দ্বিতীয় জনপ্রিয়তম পর্যটনকেন্দ্রের তকমা।
ট্রিপঅ্যাডভাইজারের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় তাজমহলের অপরূপ শোভা তুলনাবিহীন। অঙ্কারভাট তার গঠনগত উৎকর্ষের বিচারে সেরা হতে পারে, কিন্তু তাজমহলের সামনে দাঁড়িয়ে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার মতো দৃষ্টিসুখ বিশ্বের অন্য কোথাও মিলবে না।
/ডিডি/