ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

৭ মার্চের ভাষণকে জিয়া ধামাচাপা দিতে চেয়েছিল : তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১১:১১ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে জিয়াউর রহমান ধামাচাপা দিতে চেয়েছিল। এর আগে খোন্দকার মোস্তাকও একই কাজ করেছিল। এরশাদও চেয়েছিল। পরবর্তীতে খালেদা জিয়াও তাই করেছে। কিন্তু তারা কেউই ধামাচাপা দিয়ে ৭ মার্চের ভাষণকে ইতিহাস থেকে মুছে দিতে পারে নাই।

বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে স্থানীয় একটি হোটেলে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বময় বাঙালি চেতনার জাগরণ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন তিনি।  

তিনি বলেন, ৭ মার্চের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি পূর্বাপর ঘটনার সঙ্গে সম্পৃক্ত। এটি একটি দিক নির্দেশনামূলক ভাষণ। এটাকে পূর্বাপর ঘটনার সঙ্গে মিল রেখে আমাদের পড়তে হবে। এই ভাষণের মধ্য দিয়েই আমরা পাকিস্তানী হানাদারদের পরাজিত করে ১৬ই ডিসেম্বর বিজয় ছিনিয়ে এনেছি।

তথ্যমন্ত্রী আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনে খালেদা জিয়া ও বিএনপিকে ক্ষমতার বাইরে দেখতে চাই। দেশের স্বার্থেই তাদের দূরে রাখতে হবে। বিএনপি হলো পাকিস্তানীদের দোসর। যতদিন তারা থাকবে ততদিন রাজাকার উৎপাদন হবে।

তিনি বলেন, অনেকে বলে জামায়াতকে ছেড়ে দিতে। ছেড়ে দিলে কি হবে। হালাল হয়ে যাবে? না, তা কখনো হবে না। খালেদা জিয়া ও বিএনপি বিষবৃক্ষ। আর রাজাকার, জঙ্গি ও জামায়াত বিষাক্ত বৃক্ষের ডালপালা। যতই ডালাপালা ছাঁটাই করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত বিষবৃক্ষ উপড়ে ফেলা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ সঠিকভাবে এগুতে পারবে না।

 

সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক আহসান উল্লাহ মনি, মাইনুল হাসান খান নিখিল, দৈনিক নবচেতনার সম্পাদক সাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ মান্নান মানিক, শপথ চৌধুরী প্রমুখ।

 

এসি/