ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় এবার মোসাক ফনসেকারের প্রধান কার্যালয়ে অভিযান

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ১৩ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ০৫:২৬ পিএম, ১৩ এপ্রিল ২০১৬ বুধবার

Panama papersপানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় এবার আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকারের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। পানামার অ্যাটর্নি জেনারেল জানান, অর্থ পাচার বা অবৈধ কার্যক্রমের প্রমান খুঁজতেই তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। যদিও মোসাক ফনসেকা এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে পানামা পেপার্স কেলেঙ্কারির পর অভিযুক্তদের আয়কর নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে ২৮টি দেশের ট্যাক্স তদন্তকারী সংস্থা। এ নিয়ে আজ ফ্রান্সের প্যারিসে বৈঠকে বসছেন ওই সব দেশের প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছে, বৈঠক থেকে কর ফাঁকি বন্ধে বিভিন্ন দেশের প্রস্তাবনা অনুযায়ি সমন্বিত উদ্যোগ নেয়া হবে। এদিকে, পানামা পেপার্সে নাম আসা ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ভেনেজুয়েলা সরকার। এরআগে গেল সপ্তাহে পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠে।