ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ১৩ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৫৫ পিএম, ১৩ এপ্রিল ২০১৬ বুধবার

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২০টি, কমেছে ১৪১টির, আর ৫৫টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩৯০ কোটি ৭ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৪০৮ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১১৬টির, আর ২৭টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।