একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে ২৭ লাখ টাকা পাচারের আভিযোগে
প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১৩ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৫৯ পিএম, ১৩ এপ্রিল ২০১৬ বুধবার
একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামসহ তিন জনের বিরুদ্ধে প্রায় ২৭ লাখ টাকা পাচারের আভিযোগে মুদ্রা পাচার ও সংরক্ষণ আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সকালে দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন, একুশে টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান পরিচালক আশরাফুল আলম এবং সিনিয়র ম্যানেজার ফজলুর রহমান। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুস সালাম একুশে টেলিভিশনের চেয়ারম্যান থাকাকালে প্রতিষ্ঠানের হিসাব থেকে ২৬ লাখ ৭০ হাজার টাকা তোলেন। পরে সেই টাকা দিয়ে ৩০ হাজার ইউরো কিনে সংরক্ষণ ও পাচার করেন। তিনজনের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।