ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

আগামী দশ দিনের মধ্যে পরিপত্র জারি করে জ্বালানী তেলের দাম কমানো হবে

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ১৩ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ০৭:২৭ পিএম, ১৩ এপ্রিল ২০১৬ বুধবার

Fuel priceআগামী দশ দিনের মধ্যে পরিপত্র জারি করে জ্বালানী তেলের দাম কমানো হবে। এই সময়ের মধ্যে পাম্পগুলো বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরী করলে তাদের লাইসেন্স বাতিল করা হবে সতর্ক করে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো জানান, প্রথম দফায়, প্রতি লিটার অকটেন ১০ থেকে ১৫ টাকা এবং ডিজেলের দাম ৪ থেকে ৫ টাকা কমানো হতে পারে। পরিপত্র জারির তিন দিন আগে সবাইকে জানানো হবে উল্লেখ করে তিনি আশ্বাস দেন তেল ব্যাবসায়ীদের লোকসানের কোনো ভয় নেই।