রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি
প্রকাশিত : ০৯:২৭ এএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৯:৩৪ এএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার
বঙ্গোপসাগরের গভীর নিম্ন চাপের প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতেও। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে যা আজ শনিবার সকাল পর্যন্ত অব্যহত আছে। এতে দুর্ভোগে পড়েছেন রাজধানী ঢাকার কর্মব্যস্ত মানুষেরা।
আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দুয়েক জায়গায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, নিম্নচাপটি গতকাল শুক্রবার সন্ধ্যায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিলো। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপটি সমুদ্রবন্দর থেকে এখনও অনেক দূরে রয়েছে। এটির প্রভাব কেটে যাওয়ার পর বাতাসের তাপমাত্রা কমে যাবে। এবং সেই সঙ্গে শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে।
/এমআর