আগামী বাজেট সৎ ব্যবসায়ীদের জন্য প্রনোদনা এবং অসৎ ব্যবসায়ীদের জন্য আতঙ্ক
প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১৩ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ০৭:১৮ পিএম, ১৩ এপ্রিল ২০১৬ বুধবার
আগামী বাজেটকে সৎ ব্যবসায়ীদের জন্য প্রনোদনা এবং অসৎ ব্যবসায়ীদের জন্য আতঙ্ক বলছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইএরএফএর সঙ্গে বাজেট পূর্ববর্তী আলোচনায় এ কথা বলেন তিনি। এবারের বাজেটে দু-লাখ কোটি টাকারও বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র বাস্তবায়নে সুস্পষ্ট গুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেন ইআরএফ সদস্যরা।
জুনের প্রথম সপ্তাহে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এর আগে অর্থমন্ত্রনালয়ের পাশাপাশি এনবিআরএও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে ইআরএফএর সঙ্গে এই বৈঠক। সেখানে এক গুচ্ছ পরামর্শ তুলে ধরেন বিভিন্ন গনমাধ্যমে অর্থনৈতিক প্রতিবেদকরা। বারবার কালো টাকা সাদা করার সুযোগের বিরুদ্ধেও সোচ্চার তারা। কথিত বড় কর্পোরেটদের কর ফাকি ঠেকানোর পরার্শ দেন অনেকে।
গনমাধ্যম কর্মীদের এসব মতকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যন। বন্ড সুবিধার অপব্যবহার এবং অসৎ করদাতাদের বিরুদ্ধেও হুশিয়ারি তার।
বড় কর্পোরেটদের কর ফাঁকি সংক্রান্ত অ্যাকশন এইডের রিপোর্ট এবং সম্প্রতি আলোচিত পানামা পেপার্স কেলেঙ্কারির দিকে এনবিআর নজর রাখছে বলেও জানান তিনি।