হাথুরুসিংহে ঢাকায়
প্রকাশিত : ০১:০১ পিএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০১:০৯ পিএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার
শ্রীলঙ্কান ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার আগে বিসিবির সঙ্গে চুক্তি শেষের আনুষ্ঠানিকতা সারতে আজ শনিবার বাংলাদেশে এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে। বেলা সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছেছেন তিনি।
হাথুরুসিংহের সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিলো বিসিবির। দক্ষিণ আফ্রিকা সফরের পরই বিসিবির কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন হাথুরু। তখন থেকেই তার ফেরার অপেক্ষায় ছিলো বিসিবি। অবশেষে আজ ঢাকায় আসলেন তিনি।
সদ্য সাবেক হওয়া এই টাইগার কোচ শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্ব নেবেন আগামী ২০ ডিসেম্বর। ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তার অ্যাসাইনমেন্ট শুরু হবে। তবে লঙ্কান কোচ হিসেবে হাথুরুসিংহের প্রথম পূর্ণাঙ্গ সিরিজ হতে যাচ্ছে জানুয়ারির বাংলাদেশ সফর। দুটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে লঙ্কানরা।
/এমআর