ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

বিয়ের পুরোহিতকে নিয়ে ইতালিতে আনুশকা

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার

ইতালিতে বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বডিউড অভিনেত্রী আনুশকা শর্মা। গত বৃহস্পতিবার মিলানের উদ্দেশে মুম্বাই ছেড়েছেন আনুশকা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাবা অজয় কুমার শর্মা, মা অসীমা শর্মা আর ভাই করমেশ শর্মা। আরও ছিলেন তাঁদের পারিবারিক পুরোহিত মহারাজ অনন্ত বাবা। ১১ বা ১২ ডিসেম্বর হিন্দু শাস্ত্রমতে বিয়ে হবে জনপ্রিয় এই দুই তারকার।

আনুশকা আর বিরাটের বিয়ে নিয়ে সংবাদমাধ্যমগুলোয় গতকাল শুক্রবার আর আজ শনিবার সারা দিন নানা জল্পনাকল্পনা চলেছে। পাপারাজ্জিদের ক্যামেরায় পুরোহিতের ছবি ধরা পড়ায় এবার এই গুঞ্জন আরও জোরালো হলো। শোনা যাচ্ছে, মিলানে আজ থেকেই বিরাট আর আনুশকার বিয়ের আগের পার্টি শুরু হবে।

 

সূত্র : হিন্দুস্তান টাইমস

/এমআর