দোহারে দুর্নীতি বিরোধী দিবসে র্যালি
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৬:৪৩ পিএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার
‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাদ্ধ হই’ এই শ্লোগানকে প্রতিপাদ্য রেখে দোহার উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। দিবসটি উপলক্ষে দোহার উপজেলা পরিষদের ভিতর থেকে একটি র্যালি বের হয়ে জয়পাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের ভিতরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে মানববন্ধন শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভার মধ্যেদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুজিবুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমীন,দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম (পিপিএম),সহকারী কমিশনার( ভূমি) ইমরুল হাসান,প্রাণী সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন, মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, সদস্য ডা.মুহিববুল মিল্লাত, পিয়ার হোসেন ও সততা সংঘের সদস্য রোকেয়া বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক একলাল উদ্দিন আহম্দে।
এসএইচ/