ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

বাঙালিয়ানায় পহেলা বৈশাখ

প্রকাশিত : ১১:৪০ এএম, ১৪ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ১৪ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার

পহেলা বৈশাখের সাথে বাঙালি সংস্কৃতির যে মেলবন্ধন, সময়ের বাঁেক তার সাথে যোগ হয়েছে নতুন মাত্রা। কখনও গান, কখনও প্রতিবাদী চেতনার মাধ্যমেই পালিত হয়ে আসছে বৈশাখ। প্রতি বছরই যোগ হচ্ছে উৎসবের নতুন মাত্রা। সাধারণ মানুষ মনে করছেন, কেবল একদিন নয়, বাঙালিয়ানা ধারন করতে হবে সবসময়। আর শিক্ষাবিদদের দাবী বুদ্ধিবৃত্তিক ও তথ্য প্রযুক্তির মাধ্যমেই কেবল, বাঙালি বিশ্ব মানচিত্রে মাথা উচু করে দাড়াতে পারে। মূলত হালখাতা বা বছরের নানা হিসেবে নিকেষ প্রাধান্য পেলেও যাত্রা, কবিগান, ঘোড়দৌঁড়সহ নানা আয়োজনে পালিত হতো বৈশাখ। সম্প্রাতিক বছরগুলোতে নাগরিক জীবনে নতুন মাত্রা নিয়ে হাজির হচ্ছে বৈশাখ। তবে গ্রামীন জনপদে কৃষকদের আছে মিশ্র প্রতিক্রিয়া। আর শিক্ষার্থীরা মনে করেন শুধু ক্ষণিকের আনন্দ নয় বাঙালিয়ানা ধারন করতে হবে মনে প্রানে। তবে সাধারন জনগণের অনেকেই মনে করেন সংস্কৃতি এগুচ্ছে অনেক। আর ভাষা বিজ্ঞানী আবুল কাশেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনে করেন, বাঙালির অর্জন হয়েছে বেশ! তবে আরো অনেক কিছু করার আছে। বৈষম্য নয়! ঐক্য! ধর্মান্ধতা নয়! প্রগতি, এই প্রবাদ সামনে রেখে এগুনোর পরামর্শ তাদের।