জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
প্রকাশিত : ০৭:৩১ পিএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর দেশের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে ওঠেছে। আগামী সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কোন ধরণের আলোচনা করার প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সৌদি-আরবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাঁর দুই পুত্রের বিপুল অঙ্কের টাকা বিনিয়োগের সংবাদ চাউর হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
এমতাবস্থায় দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগামী রোববার রাতে গুলশান কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির ওই বৈঠকে আগামী সংসদ নির্বাচন বিষয়ে বিএনপির করণীয় নিয়ে আলোচনা হবে। এছাড়া সাম্প্রতিক সময়ে আগামী সংসদ নির্বাচন বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে দলটিতে চুলছেঁড়া বিশ্লেষণ চলছে বলে জানা গেছে। এদিকে মেয়র আনিসুল হকের মৃত্যুতে সম্ভাব্য ঢাকা উত্তর সিটির নির্বাচন নিয়েও ওই বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
এমজে/