যাত্রীর অন্তর্বাসে মিলল ৪০০ গ্রাম সোনা
প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর অন্তর্বাস থেকে প্রায় আধা কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। পরে তাকে আটক করা হয়। আটককৃত মো. সাইদুর রহমানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান গণমাধ্যমকে জানিয়েছেন, সাইদুর শনিবার সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট করে আবুধাবি থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুল্ক গোয়েন্দারা তাকে নজরদারিতে রাখে।
সাইদুর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন।
তার বিষয়ে পূর্ব থেকে তথ্য থাকা আর কথাবার্তায় অসঙ্গতির কারণে শুল্ক গোয়েন্দারা তার দেহ তল্লাশি করে। পরে তার অন্তর্বাস থেকে তিনটি সোনার বার ও একটি অলঙ্কার উদ্ধার করে গোয়েন্দারা।
মইনুল খান জানান, উদ্ধার করা তিনটি সোনার বারের মোট ওজন ৩৪৯ গ্রাম, আর অলঙ্কারের ওজন ৫৭ গ্রাম। তার কাছ থেকে মোট ৪০৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ ৩০ হাজার টাকা।
তিনি বলেন, এ ঘটনায় সাইদুরের বিরুদ্ধে শুল্ক আইনে মামলা হয়েছে। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করার হয়েছে ।
আর