নতুন সূর্য় বরণ: মানবিক সমাজ গড়ার আহ্বান
প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৪ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৩৬ পিএম, ১৪ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার
বাংলা নতুন বছর ১৪২৩কে নানা আয়োজনে বরণ করছে বাঙ্গালী। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে আহ্বান জানানো হয় মানবিক সমাজ গড়ার। নতুন সূর্যকে বরণ করে ছায়ানটের শিল্পীদের নানা পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের মিলন মেলায় পরিণত বৈশাখের প্রথম দিনটি রুপ নেয় বাঙ্গালীর সার্বজনীন উৎসবে।
রাজধানীর রমনা বটমুলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। রাগ গুনকেলিতে মন্ত্রমুগ্ধ দর্শক।
স্নিগ্ধতার বুক চিরে মমতার পরশ বুলিয়ে তেজদীপ্ত উদ্ভাসে চীর সুন্দরের ডাক দিয়ে ওঠে নতুন আলোর সূর্য। নতুন বছরের আগমনীতে রমনার হৃদয় ছুয়েছে সুরের মুর্ছনা।
এবার ছায়ানটের আয়োজনে মূল প্রতিপাদ্য মানবতা। তাই সম্মিলিত কণ্ঠে উচ্চারণ মঙ্গলবারতার।
বৈশাখের এই উচ্ছ্বাস একান্তই বাঙ্গালীর। পুরানো বছরের হতাশা, গ্লানি আর না পাওয়াকে পিছনে ফেলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার কন্ঠে।
নতুন বছর, তাই চীর নতুনকে জাগাতে আর নতুন আলোয় নিজেকে রাঙাতে পথে নেমে আসা সবার।
বাঙ্গালীয়ানার এই উৎসবে শামিল হয়েছেন ভীনদেশীরাও।
সম্প্রীতির বাংলাদেশ আর মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় বিশিষ্টজনদের কন্ঠে।