ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ঝুঁকি নিয়ে সেন্টমার্টিন থেকে ফিরেছেন ২০০ পর্যটক

প্রকাশিত : ১১:০২ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ১১:০৫ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭ রবিবার

বৈরি আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকে পড়া পাঁচ শতাধিক পর্যটকের মধ্যে ২০০ জন ঝুঁকি নিয়ে ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। আজ রবিবার দুপুরে তারা টেকনাফ পৌরসভা এলাকার কায়ুখখালী ঘাটে এসে পৌঁছান।  

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলম জানান, গত শুক্রবার সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে বৈরি আবহাওয়ার কারণে পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েন। রবিবার পাঁচটি ট্রলারে করে ২০০ জন সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরে এসেছেন। তবে এখনও আরও তিন শতাধিক পর্যটক সেন্টমার্টিনে রয়ে গেছেন।

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, সাগর উত্তাল ও বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সাগর স্বাভাবিক হলে সেন্টমার্টিনে আটকাপড়া বাকী পর্যটকরা ফিরবেন। এছাড়া রোববার সকালেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় পাচঁ শতাধিক পর্যটক সেন্টমার্টিন যেতে পারেননি। ফলে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হয়েছে।

/ডিডি/