তৃণমূলে আওয়ামী লীগের কাছে অসহায় ১৪ দল : নজিবুল বশর
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১১ ডিসেম্বর ২০১৭ সোমবার
নির্বাচন এলে বা বিভিন্ন আন্দোলন সংগ্রামে ১৪ দলের শরিকদের দরকার হলেও তৃণমূলে ক্ষমতার ভাগাভাগিতে আওয়ামী লীগ কর্মীদের কাছে অন্য শরিক দলের নেতারা অসহায় বলে অভিযোগ করেছেন তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
আজ সোমবার ধানমন্ডি ৩/এ আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয়ের নতুন ভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয় সভায় তিনি এ অভিযোগ করেন।
তরিকত ফেডারেশনের সভাপতি বলেন, আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করতে গিয়ে আমি শত্রু বাড়িয়েছি। শেখ হাসিনা ক্ষমতায় না এলে আমাকে মেরে ফেলা হবে। কিন্তু সেই তুলনায় আমার মূল্যায়ন নাই।
সভায় উপস্থিত আছেন ১৪ দলের সমন্বয়ক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। উপস্থিত আছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া প্রমুখ।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
/ এআর /