ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৪০ জনবল নিয়োগ

প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ১১ ডিসেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৬:৪৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭ বুধবার

জনবল নেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে ৪০ জনবল নিয়োগ দেবে। এই লক্ষে সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কৃষি সেক্টরে ক্যারিয়ার গড়ায় আগ্রহ থাকলে আপন্ওি আবেদন করতে পারেন। তার আগে বিজ্ঞপ্তিতে চোখ বুলিয়ে নিন একবার। মিলিয়ে নিন যোগ্যতার মাপকাঠি।


পদসংখ্যা ও পদভেদে যোগ্যতা
পদগুলোর বিপরীতে আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। নিন্মে সেগুলোর বিস্তারিত দেওয়া হলো-


বৈজ্ঞানিক সহকারী
পদটিতে নিয়োগ দেওয়া হবে পাঁচজন। কৃষিতে ডিপ্লোমা থাকলে এই পদে আবেদন করা যাবে। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা স্কেলে।


পরিসংখ্যান সহকারী
এই পদে একজন নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় গণিত ও পরিসংখ্যান বিষয়সহ উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।


ফোরম্যান
এই পদে একজন নিয়োগ দেওয়া হবে। আবেদনের যোগ্যতা চাওয়া হয়েছে যন্ত্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি। নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেলে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।


ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
এই পদে একজন নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞান বিভাগে এইচএসসি এবং সংশ্নিষ্ট বিষয়ে কমপক্ষে ছয় মাসের ট্রেড কোর্স সনদ থাকলে পদটিতে আবেদন করা যাবে। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।


কোল্ডস্টোরেজ টেকনিশিয়ান
এই পদে একজন নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস এবং সংশ্নিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞদের দেওয়া হবে অগ্রাধিকার। বেতন দেওয়া হবে ৯,৩০০-২২,৪৯০ টাকা স্কেলে।


ডাটা এন্ট্রি অপারেটর
পদটিতে তিনজন নিয়োগ দেওয়া হবে। এইচএসসি পাস হলেই পদটিতে আবেদন করা যাবে। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।


গাড়িচালক
পদটিতে নিয়োগ দেওয়া হবে পাঁচজন। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্সসহ ৩ বছরের অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করা যাবে। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।


সহকারী আর্টিস্ট
এই পদে একজন নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাসের পাশাপাশি ফাইন আর্টসে কমপক্ষে ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স সনদপ্রাপ্তরা এই পদে আবেদন করতে পারবেন। বেতন স্কেল ৮,৮০০-২০,২৯০ টাকা।


পাওয়ার পাম্প অপারেটর
পদটিতে ছয়জন নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাসের পাশাপাশি সংশ্নিষ্ট বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স সনদপ্রাপ্তরা পদটিতে আবেদন করতে পারবেন। বেতন স্কেল ৮,৮০০-২০,২৯০ টাকা।


ট্রাক্টরমেট
কৃষি গবেষণা ইনস্টিটিউটের ট্রাক্টরমেট পদে একজন নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস হলেই পদটিতে আবেদন করতে পারবেন। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।


রুম অ্যাটেনডেন্ট
পদটিতে তিনজন নিয়োগ দেওয়া হবে। এই পদেও আবেদন যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। বেতন দেওয়া হবে ৮,২৫০-২০,০১০ টাকা স্কেলে।


নিরাপত্তা প্রহরী
এই পদে নিয়োগ দেওয়া হবে ১১ জন। অষ্টম শ্রেণি পাস হলেই পদটিতে আবেদন করা যাবে। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।


পরিচ্ছন্নতাকর্মী
পদটিতে দু`জন নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস হলেই পদটিতে আবেদন করা যাবে। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।


আবেদন বিস্তারিত
অনলাইনে আবেদন করা যাবে। সেজন্য টেলিটকের নধৎর.ঃবষবঃধষশ.পড়স.নফ- এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।


আবেদনের শেষ সময়
এরইমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

/এআর /