৭১’র এই দিনে
হানাদারমুক্ত হয় হিলি ও টাঙ্গাইল
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৬:৪৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭ বুধবার
আজ ১১ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে হিলি ও টাঙ্গাইল মুক্ত হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেশের সর্ববৃহৎ যুদ্ধ হিলি’র মুহাড়াপাড়া এলাকায় সংঘটিত হয়েছিল, যুদ্ধ চলাকালীন সময়ে এখানে মাত্র তিনদিনের ব্যবধানে নিহত হয় ৫ শতাধিক পাকিস্তানী সেনা। শহীদ হন প্রায় ৭শ মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর সদস্য। প্রচন্ড যুদ্ধের পর ১১ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ৭নং সেক্টরের আওতায় হিলি শত্রু মুক্ত হয়।
১৯৭১ সালের এই দিনে রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পণ ও পলায়ণের মধ্য দিয়ে মুক্ত হয় টাঙ্গাইল। মুক্ত দিবস উপলক্ষে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে ৬ দিনব্যাপী হানাদার মুক্ত দিবস উদযাপনের কর্মসূচি নেয়া হয়েছে।
আর