ইতালিতেই চারহাত এক হল বিরাট-অনুস্কার
প্রকাশিত : ১০:৫১ পিএম, ১১ ডিসেম্বর ২০১৭ সোমবার
অনেক ঝল্পনা কল্পনার পর গাঁটছড়া বাঁধলেন বিরাট-অনুস্কা৷ দেশের সব থেকে আলোচিত বিয়ে সম্পন্ন হল গোপনে৷ ইতালির ৮২০ বছরের পুরনো ঘাসে মোড়া গ্রাম তুস্কানির এক ঐতিয্যবাহী দুর্গে ভারতীয় রীতি মেনে চারহাত এক হল বিরাট ও অনুস্কার৷
বিদেশের মাটিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেও দেশীয় আচার-আচরণে ত্রুটি রাখেননি তারা। দেশ ছাড়ার সময় অনুস্কার পরিবারের সদস্যরা সঙ্গে নিয়েছিল পারিবারিক পুরোহিতকে৷ হিন্দু মতে বিয়ে সম্পন্ন হলেও সঙ্গীত অনুষ্ঠানও হয় প্রথা মেনে৷ অতিথিদের বিবাহ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনা যাবে না, এমন চুক্তিতে সই করতে হয় বলেও জানা গিয়েছে৷
দেশে এসে রাজকীয় রিশেপসনের আয়োজন করবেন বিরাট-অনুস্কা৷ ২৬ ডিসেম্বর মুম্বইয়ে বসবে সেই আসর৷ তবে বিয়ের অনুষ্ঠানে জনাকয়েক আত্মীয়-পরিজনই উপস্থিত ছিলেন৷ বিরাটের ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে৷
শাহরুখ খান ও আমীর খান ছাড়া অনুষ্ঠানে বলিউডেরর আর কোনও তারকাই আমন্ত্রিত ছিলেন না বলে শোনা যাচ্ছে৷ তবে শুটিংয়ে ব্যস্ত থাকায় দু’জনেই ইতালি উড়ে যেতে পারেননি৷ তবে ক্রিকেট জগতের দুই তারকা শচিন তেন্ডুলকার ও যুবরাজ সিং বিয়েতে উপস্থিত ছিলেন।
এসি/এসএইচ