চট্টগ্রামে হয়ে গেলো সাহাবুদ্দিনের ঐতিহ্যবাহী বলি খেলা
প্রকাশিত : ০১:০০ পিএম, ১৫ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:০১ পিএম, ১৫ এপ্রিল ২০১৬ শুক্রবার
বর্ষবরণ উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রামে হয়ে গেলো সাহাবুদ্দিনের ঐতিহ্যবাহী বলি খেলা। নগরীর সিআরবি শিরিষতলায় অনুষ্ঠিত এই খেলায় অংশ নেয় ফ্রান্সের দুই নাগরিকসহ ৪৪ জন বলি। এতে চ্যাম্পিয়ন হয়েছেন উখিয়ার শামসু বলি।
চ্যাম্পিয়ন ট্রফি হাতে মহা আনন্দে উখিয়ার শাসমু বলি। বিজয়ী ও রানার্স আপের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এর আগে শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লার সালাহউদ্দিন বলিকে পরাজিত করেন শামসু বলি।
২০০৯ সাল থেকে বাংলা বছরের প্রথম দিনে নগরীর শিরিষতলায় বসে এই আয়োজন। এবারের বলি খেলায় জোসেফ ও ফোমান নামের ফ্রান্সের দুই নাগরিকসহ ৪৪ জন অংশ নেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই খেলা দেখতে ভিড় করেন কয়েক হাজার দর্শক। খেলোয়াড়রাও জানান তাদের ভালো লাগার কথা।
বলি খেলার ধারাবাহিকতা রক্ষায় শিরিষতলায় কমপ্লেক্স নির্মাণের কথা জানান উদ্যোক্তারা।