নিউইয়র্কে হামলাকারী আকায়েদের বিচার চেয়েছে বাংলাদেশ
প্রকাশিত : ১০:২০ এএম, ১২ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:২৭ এএম, ১২ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
নিউইয়র্কের ম্যানহাটন বাস টার্মিনালে গতকাল সোমবার বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি যুবকের জড়িত থাকার বিষয়টি জানার পর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে দেশের অবস্থান স্পষ্ট করা হয়েছে। বিবৃতিতে হামলাকারী আকায়েদ উল্লার বিচার দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী সন্ত্রাসীই, তার ধর্ম কিংবা জাতীয়তা যাই হোক না কেন। তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের যে জিরো টলারেন্স নীতি, তার প্রতি অঙ্গীকার থেকে বাংলাদেশ বিশ্বের যে কোনো প্রান্তে সন্ত্রাস ও উগ্রবাদের নিন্দা জানায়। নিন্দা জানায় সোমবার সকালে নিউইয়র্ক শহরের এই ঘটনায়ও।
গতকাল সোমবার সকালে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণের পর আহত অবস্থায় আকায়েদ উল্লাহ নামে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে আহত অবস্থায় গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ।
সাত বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আকায়েদ। তিনি একটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করেন। আকায়েদের বাড়ি চট্টগ্রামে।
নিউইয়র্ক পুলিশের ভাষ্য অনুযায়ী, আকায়েদ নিজের সঙ্গে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়েছিলো।
//এমআর