ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

কমতে পারে গরম হতে পারে বৃষ্টি বলছে আবহাওয়া অফিস

প্রকাশিত : ০১:২৫ পিএম, ১৫ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:৩৩ পিএম, ১৫ এপ্রিল ২০১৬ শুক্রবার

দু-একদিনের মধ্যে কমতে পারে গরম। হতে পারে বৃষ্টিও। তবে, আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা কিছুটা কমলেও, গরমের অনুভূতি সহসাই কমছে না। এদিকে, সারাদেশে তাপদাহে বদলে গেছে সাধারন মানুষের জীবন যাত্রা। বেড়েছে পানি ও রসালো ফলের চাহিদা। চৈত্রের এই খরতাপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রীতিমতো হাঁসফাঁস সাধারন মানুষের। ঘরে-বাইরে কোথাও নেই এতোটুকু স্বস্তি। গরম থেকে রেহাই পেতে পথচারির সম্বল শরবত কিংবা ডাবের পানি। এই সময়ে এসব পানীয়র বিক্রিও বেড়ে যায়। গরমের হাত থেকে মুক্তি নেই পশুপাখিরও। তবে, জাতীয় চিড়িয়াখানার কিউরেটর জানালেন, পশুদের জন্য নেয়া হয়েছে নানা উদ্যোগ। আবহাওয়া অফিস বলছে, দু-একদিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে, হতে পারে বৃষ্টিও। তবে, গরমের অনুভূতি এখুনি কমছে না। বরং ক’দিন পরই ফিরতে পারে আবহাওয়ার একই চরিত্র। একই সাথে পুরোদমে কালবৈশাখী শুরু হতেও কিছুদিন লাগবে।