জেএসসির ফল ৩০ ডিসেম্বর
প্রকাশিত : ০৪:১১ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:৪৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৭ শুক্রবার
জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি পরীক্ষার ফল আগামী ডিসেম্বর প্রকাশিত হতে যাচ্ছে। ওইদিনই মাদ্রাসা শিক্ষার্থীদের জেডিসি পরীক্ষার ফলও প্রকাশ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রীতি অনুযায়ী, শিক্ষামন্ত্রী বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ৩০ ডিসেম্বর সকালে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে ধরবেন।
পরে সচিবালয়ের সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত জানানো হবে। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইট ও মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়েও পরীক্ষার ফল জানা যাবে।
৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী ২০১৮ সালের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচিও উদ্বোধন করবেন বলে জানান নাহিদ।
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
এ বছর জেএসসি-জেডিসিতে ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের প্রতীক্ষার অবসান ঘটছে ৩০ ডিসেম্বর।
/ এআর /