পুঁজিবাজার নিয়ে অনুমাননির্ভর ও বিভ্রান্তিকর মন্তব্য না করতে অনুরোধ জানিয়েছে ডিবিএ
প্রকাশিত : ০৮:৪২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৪২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার
পুঁজিবাজার নিয়ে অনুমাননির্ভর ও বিভ্রান্তিকর মন্তব্য না করতে দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন- ডিবিএ। একইসঙ্গে ডিবিএ’র পক্ষ থেকে অভিযোগ করা হয়, শেয়াবাজার নিয়ে কয়েকটি মহলের নেতিবাচক প্রচারণা গভীর ষড়যন্ত্রেরই অংশ।
বৃহস্পতিবার মতিঝিলের ডিএসই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। ডিবিএ সভাপতি আহসানুল ইসলাম টিটু বলেন, ২০১০ ও ১৯৯৬ সালের শেয়ারবাজার ধস নিয়ে যে রিপোর্ট এসেছে তা যথেষ্ট তথ্যভিত্তিক না হওয়ায় দোষীদের শা¯ির আওতায় আনা যায়নি। তিনি অভিযোগ করেন, গোপনীয়তার মধ্যদিয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাসের ট্যারিফ কমিয়ে তালিকাভুক্তির আইন লঙ্ঘন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে ইস্যু ম্যানেজারদের আরো সতর্ক হওয়ার পরামর্শও দেন ডিবিএ সভাপতি।