ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

তেল-আবিব মোকাবেলায় শক্তি বাড়াবে হিজবুল্লাহ

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

ইসরায়েলকে মোকাবেলায় মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। হিবজবুল্লার মৈত্রী জোটগুলোকেও নতুন কৌশল নির্ধারণের আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ঘাঁটি গাড়া এই সংগঠনটি।

লেবাননের রাজধানী বৈরুতে হাজার হাজার বিক্ষোভকারীদের লক্ষ্য করে হাসান নাসরুল্লাহ বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত ইসরায়েলকে পৃথিবী থেকে মুছে দেওয়ার প্রথম পদক্ষেপ। তিনি বলেন, “জেরুজালেম ফিলিস্তিনের আজীবনের রাজধানী, জেরুজালেম আমাদের। জেরুজালেম রক্ষায় মধ্যপ্রাচ্যে আমাদের শক্তি আরো বাড়াতে হবে। মিত্রদের বলবো, ইসরায়েল মোকাবেলায় নতুন কৌশন প্রণয়ন করুন।”

এর আগে বৈরুতে হাজার হাজার বিক্ষোভকারী আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে জড়ো হয়ে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

এসময় তাঁদেরকে ডেথ টু ইসরায়েল (ইসরায়েলের মৃত্যু) এবং ডেথ টু আমেরিকা (আমেরিকার মৃত্যু) লেখা ব্যানার নিয়ে রাস্তায় বিক্ষোভ করতে দেখা যায়। এসময় হাসান নাসরুল্লাহ বলেন, আমি আশা করি আমেরিকার বোকা ও বর্বর সিদ্ধান্ত ইসরায়েলের মৃত্যু ডেকে নিয়ে আসবে।

হিজবুল্লাহ সিরিয়ায় আসাদপন্থী সরকার ও জঙ্গিগোষ্ঠী আইএসের  বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। তবে অনেকেই শিয়াপন্থী হিজবুল্লাহকে ইরানের ডাকসাইটের শক্তি বলে মনে করেন।

 

সূত্র: আল-জাজিরা

এমজে/