ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

কুষ্টিয়ায় তরমুজের ফলন হয়নি ভেজাল বীজের কারণেই জানিয়েছে কৃষি বিভাগ, অভিযোগ অস্বীকার বীজ কোম্পানির

প্রকাশিত : ০১:২৮ পিএম, ১৫ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:৩৪ পিএম, ১৫ এপ্রিল ২০১৬ শুক্রবার

কুষ্টিয়ায় সুপ্রিম সিড নামে একটি কোম্পানির ভেজাল বীজ বপন করে মাথায় হাত কৃষকের। বেশিরভাগ গাছেই ফল না ধরায় বিপাকে পড়েছেন তরমুজ চাষীরা। ধার দেনা করে জমিতে তরমুজ চাষ করলেও, উঠবে না খরচের টাকা। ভেজাল বীজের কারণেই ফলন হয়নি বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে, অভিযোগ অস্বীকার করেছে ওই বীজ কোম্পানি। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙাপাড়া এলাকার কৃষকরা সুপ্রিম সিড কোম্পানির স্থানীয় এজেন্টের কাছ থেকে তরমুজ বীজ কিনে ৫০ বিঘা জমিতে বপন করেন। যথাসময়ে বীজ থেকে চারা গজিয়ে লতানো গাছে ক্ষেত ছেয়ে গেলেও গাছে তরমুজের দেখা নেই। দু’ একটি গাছে তরমুজ ধরলেও তা আকারে খুবই ছোট। বীজ কোম্পানির পরামর্শ অনুযায়ি সময়মত সার, কীটনাশক দিয়েও কোন লাভ হয়নি। বর্গা জমিতে ঋণ নিয়ে তরমুজের আবাদ করে ফলন বিপর্যয়ে দিশেহারা চাষীরা। কৃষি বিভাগ বলছে, বীজের গুণগত মান খারাপ হওয়ার কারণে গাছে ফল আসেনি। তবে, বীজ কোম্পানির কর্মকর্তাদের দাবী, তাদের বীজে কোন ভেজাল নেই। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বীজ কোম্পানিকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন তরমুজ চাষীরা।