ইউটিউবে খেলনা দেখিয়ে ৯০ কোটি টাকা আয়
প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
রায়ানের বয়স ছয় বছর। ইউটিউবে খেলনা দেখিয়ে ১১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ কোটি টাকা আয় করে ফেরেছে এ ক্ষুদে। বর্তমানে সবচেয়ে বেশি আয় করা ইউটিউব স্টারদেরও একজন সে। তার কাজ ইউটিউবে নতুন নতুন খেলনার মোড়ক খোলা। তার ইউটিউবে চ্যানেলটির নাম `রায়ান টয়`স রিভিউ।`
বিজনেস ম্যাগাজিন `ফোর্বস` এর হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি আয় করা ইউটিউব স্টারদের একজন হচ্ছে রায়ান। সে বর্তমানে সবচেয়ে বেশি উপার্জন করা ইউটিউবারদের মধ্যে অষ্টম।। কেবল এই কাজ করেই গত বছর রায়ান আয় করেছে এক কোটি দশ লাখ ডলার।
রায়ানের ভিডিও প্রথম ২০১৫ সালে ইউটিউবে আপলোড করা হয়েছিল। এ পর্যন্ত ইউটিউবে তার ভিডিওগুলি দেখা হয়েছে ১ হাজার ৭০০ কোটি বার।
ইউটিউবে রায়ানের প্রথম ভিডিওটি ছিল প্লাস্টিকের ডিম ভেঙ্গে সেখান থেকে খেলনা বের করা। আশি কোটি বার দেখা হয়েছে তার এই ভিডিও। তার চ্যানেল সাবস্ক্রাইবার এক কোটি মানুষ। তার ভিডিওর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার স্বতঃস্ফূর্তটা। নিত্য নতুন খেলনা নিয়ে রায়ান যেভাবে খেলে, সেটা লোকে খু্বই পছন্দ করে। কারণ তার খেলনার প্যাকেট খোলাটি একটি নাটকীয় পরিবেশ তৈরি করে।
সূত্র: বিবিসি
একে//