৬৭০০ রোহিঙ্গাকে হত্যা করেছে সেনাবাহিনী: এমএসএফ
প্রকাশিত : ০২:২৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
মিয়ানমারে নিধনযজ্ঞ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৬ হাজার ৭০০ রোহিঙ্গা নাগরিককে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। গত আগস্টে মিয়ানমারে সহিংসতা ছড়িয়ে পড়লে সন্ত্রাস নিধনের নামে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালায় তারা। মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রনটিয়ারসের (এমএসএফ) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙাদের উপর জরিপ চালিয়ে এমএসএফ এই প্রতিবেদন তৈরি করেছে। এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, মিয়ানমার সেনাবাহিনীর তরফ থেকে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়। এর আগে মিয়ানমার সেনাবাহিনী জানায়, সন্ত্রাস দমন অভিযানে ৪০০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মিয়ানমার কর্তৃপক্ষের দ্বারা দেশটিতে সহিংসতার ব্যাপক প্রমাণ পেয়েছে সংস্থাটি। তাঁরা আরও জানায়, সহিংসতার শুরুর পর থেকে এ পর্যন্ত ৬ লাখ ৪৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। উল্লেখ্য, এমএসএফ ১৯৭১ সালে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়। এর সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
সূত্র: বিবিসি
এমজে/ এআর