সাংবাদিক শফিক রেহমান গ্রেপ্তার
প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০৬:২২ পিএম, ১৬ এপ্রিল ২০১৬ শনিবার
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় গ্রেপ্তারের পর বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও সাংবাদিক শফিক রেহমানকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ২০১৫ সালে পল্টন থানার মামলায় তাকে ঢাকা মূখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাসা থেকে গ্রেফতার হন শফিক রেহমান।
২০১৫ সালের আগষ্টে পল্টন থানায় দায়ের হওয়া প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার মামলায় শনিবার দুপুরের শফিক রেহমানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ।
৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি’র এএসপি হাসান আরাফাত। পরে, পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের আদালত।
শফিক রেহমানের আইনজীবীদের দাবি, মামলার এজাহারে নাম না থাকলেও অযৌক্তিকভাবে রিমান্ডে নেয়া হয়েছে তাকে।
তবে পুলিশ বলছে, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার পরিকল্পনায় শফিক রেহমান জড়িত রয়েছে। আরও অনুসন্ধানে অধিকতর তদন্ত প্রয়োজন বলেও জানায় পুলিশ।
শনিবার সকাল ৮টায় ইস্কাটন গার্ডেনের বাসা থেকে সাদা পোষাকে পুলিশ গ্রেফতার করে শফিক রহমানকে। এরপর তাকে নেয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। তবে, সেসময় তার পরিবারকে কোন সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে জানানো হয়নি বলে অভিযোগ তাদের।
ব্রিটিশ নাগরিক হওয়ায় তাকে গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ দূতাবাসকে অবহিত করার কথা জানিয়েছেন তার পরিবার।