ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

টি-টেনে খেলা হচ্ছে না মোস্তাফিজের

প্রকাশিত : ০৮:৫১ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫৪ এএম, ১৫ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

ক্রিকেটের নতুন ভার্সন টি-টেনে খেলতে পারছেন না বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা মোস্তাফিজুর রহমান। দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টের জন্য সাকিব আল হাসান ও তামিম ইকবাল বিসিবির অনাপত্তি পত্র পেলেও অনুমতি পাননি মোস্তাফিজ। উদ্বোধনী ম্যাচে বেঙ্গল টাইগার্সের হয়ে সাকিবের বিপক্ষে খেলার কথা ছিলো মোস্তাফিজের।

১০ ওভারের এই ক্রিকেট টুর্নামেন্টে তামিম ইকবাল খেলবেন পাখতুন দলে। আর সাকিব আল হাসান খেলবেন কেরালা কিংসে। আসরে অংশ নিতে এরই মধ্যে আরব আমিরাতে চলে গেছেন দুজন।

বীরেন্দর শেবাগ, শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা ও মিসবাহ-উল-হকের মতো তারকারা খেলবেন এই টুর্নামেন্টে।

মোট ছয়টি দল অংশ নিচ্ছে এই ‍টুর্নামেন্টে। দলগুলো হলো - মারাঠা অ্যারাবিয়ানস, কেরালা কিংস, পাখতুন, পাঞ্জাবি লিজেন্ডস, টিম শ্রীলঙ্কা ও বেঙ্গল টাইগার্স।

 

//এমআর