ভিন্ন স্বাদে আসছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘SAAS’
প্রকাশিত : ১১:০৮ এএম, ১৬ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ১১:২৯ এএম, ১৬ ডিসেম্বর ২০১৭ শনিবার
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রও এখন আলাদা একটা জায়গা করে নিয়েছে। অনেক নতুন প্রযোজক ও পরিচালকই এ ধরনের চলচ্চিত্র বানানোর দিকে ঝুঁকছেন। নতুন নতুন গল্প, ভাবনা উঠে আসছে এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রগুলোতে। তৈরি হচ্ছে সিনেমাজগতের নতুন এক বাজার। তেমনই একগুচ্ছ নতুন স্বল্প দৈর্ঘ্যের সিনেমা নিয়ে নতুন প্রোজেক্ট আনতে যাচ্ছে ‘সাইনিং ফিল্মস’। নতুন এই প্রোজেক্টের নাম ‘SAAS’। সম্প্রতি হয়ে গেল এর লঞ্চিং।
নতুন বছরের জানুয়ারি মাস থেকেই ‘সাইনিং ফিল্মস’র ইউটিউব চ্যানেলে দেখা যাবে এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রগুলো। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ‘SAAS’ মূলত একটি ফ্যামিলি ড্রামা। এখানে অভিনয় করছেন বলিউডের টেলিভিশন জগতের পরিচিত মুখ অঙ্কিতা শর্মা।
‘SAAS’র পরিচালনা করছেন সঞ্জয় ভট্টাচার্য। যিনি ইতিমধ্যেই একাধিক স্বল্প দৈর্ঘ্যের সিনেমা বানিয়েছেন। যেগুলির মধ্যে রয়েছে ‘দ্যা ড্রাঙ্ক গার্ল’, ‘ড্যাডিস গার্ল’, ‘দ্যা লাভ স্টোরি’, ‘দ্যা পিঙ্ক হ্যান্ডকাফ’।
সূত্র : জি নিউজ
এসএ/