ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

জাদেজার ছয় ছক্কা

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৪:০৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭ শনিবার

আন্তঃজেলা টি-টুয়েন্টি টুর্নামেন্টের একটি ম্যাচে এক ওভারে ছয়টি ছয় হাঁকিয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। টি-টুয়েন্টিতে এর আগে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। তবে যুবরাজের রেকর্ডটি মহামূল্যবান। কারণে সেটি ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে।

ওয়ানডে দলের বাইরে থাকা জাদেজা আন্তঃজেলা টি-টুয়েন্টি ক্রিকেটের উদ্বোধনী দিনে জামনগরের হয়ে ৬৯ বলে ১৫৪ রানের ইনিংস খেলার পথে এই রেকর্ড করেন। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নামেন তিনি। ইনিংসের ১৫তম ওভারে অফস্পিনার নিলম ভামজাকে ছয়টি ছয় মারেন এই বাঁহাতি। জাদেজা ১২০ রানই করেন বাউন্ডারি হাঁকিয়ে, ১৫টি চার আর দশটি ছয়ে।

 

সূত্র : ক্রিকইনফো

/এমআর